Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Charter

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

পটুয়াখালী।

 

সিটিজেন চার্টার

 

১)

উপজেলা, ইউনিয়ন ও গ্রামীন সড়ক সমূহ নির্মান, পূনঃনির্মান, পূনর্বাসনের মাধ্যমে গ্রামীন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।

২)

উপজেলা, ইউনিয়ন ও গ্রামীন সড়ক সমূহের উপর ব্রীজ, কালভার্ট ও তদসংশ্লিষ্ট সড়ক অবকাঠামো নির্মান।

৩)

বার্ষিক মেরামত কর্মসূচির আওতায় সড়ক সমূহের ছোট বড় মেরামতের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা নিরবিচিছন্ন রাখা।

৪)

কৃষিপন্যের বিপনন ব্যবস্থা সম্প্রসারনের জন্য গ্রোথ সেন্টারের অবকাঠামো উন্নয়ন ও উপজেলা সহ উন্নতর সড়ক নেটওয়ার্কের সঙ্গে  Connecting Road সমূহ নির্মান।

৫)

ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ, ইউনিয়ন পরিষদ সংযোগকারী সড়ক ও সেতু উন্নয়নসহ নির্মিত ভবন সমূহে সর্বসাধারনের সার্বিক যাতায়াত নিশ্চিত করণ।

৬)

নির্বাচিত গণপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধিকল্পে প্রশিক্ষণ প্রদান।

৭)

RERMP, RRMAIDP, MIDPCR  ও পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচীর আওতায় দরিদ্র জনগোষ্টীর কর্মসংস্থান।

৮)

PEDP-IIসহ সরকারী অর্থায়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ, পুনঃনির্মাণ ও ছোট বড় মেরামতের মাধ্যমে সার্বজনীন প্রাথমিক শিক্ষা উন্নয়নে ভূমিকা রাখা।

৯)

জেলা নার্সারী নির্মাণ সহ সড়কের দু-পার্শ্বে বৃক্ষরোপন ও রক্ষনাবেক্ষণের মাধ্যমে সামাজিক বনায়নে উদ্বুদ্ধ করন ও দুঃস্থ মহিলাদের আর্থসামাজিক অবন্থার উন্নয়ন।

১০)

চর ও উপকূলীয় অঞ্চলে  Cyclone Shelter  ও কিল্লা নির্মাণ করে দূর্যোগকালীন সময়ে দূর্গত মানুষকে আশ্রয়দান।

১১)

SSWRDSPপ্রকল্পের আওতায়  Water Retaining Structure,  খাল খনন ও ভূগর্ভস্থ পাইপ লাইন স্থাপন করে সেচ ব্যবস্থা নিশ্চিত করণের মাধ্যমে কৃষি বাবস্থার উন্নয়ন।

১২)

জেন্ডার উন্নয়নে নারীর আত্ন-কর্মসংস্থান ও ক্ষমতায়নে অবকাঠামো নির্মাণসহ প্রশিক্ষন প্রদান।

১৩)

 SSWRDSPপ্রকল্পের আওতায় সমিতি গঠন করে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করা।